ওয়াটারপোলোতে চ্যাম্পিয়ন বিজয় একাত্তর হল


Dhaka | Published: 2019-11-20 05:50:58 BdST | Updated: 2024-05-17 17:19:55 BdST

শেখ রাসেল স্মৃতি আন্তঃহল ওয়াটারপোলো প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ৫-০ গোলে জগন্নাথ হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তৃতীয় স্থান অধিকার করেছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ডাকসু’র জিএস গোলাম রাব্বানী, এজিএস মো. সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ ডাকসু’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ১৩টি ছাত্র হল এই প্রতিযোগিতায় অংশ নেয়। সর্বোচ্চ ১৪টি গোল করে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের খেলোয়াড় মো. শাহীন আলম ম্যান অব দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন ।

আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে জানিয়ে শাকিল আহমেদ তানভীর বলেন, ডাকসু সবসময় ভিন্নধর্মী আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতায় এবং ওয়াটার পোলো খেলাকে ঢাবিতে সচল রাখার জন্য আমাদের এই আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

এ সময় ওয়াটার পোলোকে ঢাবির ক্রীড়া তালিকায় রাখার জন্য ঢাবি উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।