ডাকসু শহীদ স্মৃতি ভলিবল প্রতিযোগিতা শুরু


Dhaka | Published: 2019-11-23 10:41:00 BdST | Updated: 2024-05-17 13:51:01 BdST

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করেছে ‘ডাকসু শহীদ স্মৃতি ভলিবল প্রতিযোগিতা – ২০১৯’। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ার সার্বিক উন্নয়ন ও নতুন খেলোয়াড় সৃষ্টি এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শুক্রবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ডাকসুর সভাপতি ড. আখতারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, সদস্য রফিকুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম রাসেল, রকিবুল ইসলাম ঐতিহ্য, মাহমুদুল হাসান, ফরিদা পারভীন প্রমূখ।

টুর্নামেন্টে মেয়েদের ৬ টি ও ছেলেদের ১২ টি দল অংশগ্রহণ করছে। দলগুলোর নামকরন করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জন শিক্ষকের নামে।