ডাকসুর ক্রীড়া কর্মকান্ডে সন্তুষ্ট সাধারণ শিক্ষার্থীরা


ঢাবি টাইমস | Published: 2019-12-12 02:26:53 BdST | Updated: 2024-05-17 13:07:14 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ইতিমধ্যেই আট মাস মেয়াদ পূর্ণ করেছে। চলমান ডাকসুতে ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন। শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে একের পর এক কাজ করে যাচ্ছেন সম্পাদকরা । তবে তার মধ্যে একাধিক সম্পাদক তাদের কাজে ব্যাপক সফলতা দেখিয়েছেন। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ডাকসুতে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একের পর এক সফল ইভেন্ট আয়োজন করেছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর। বিশ্ববিদ্যালয়ের আয়োজিত বিভিন্ন খেলায়ও তিনি সহযোগিতা করেছেন।

এক নজরে দেখে নেয়া যাক , গত ৮ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ক্রীড়া সম্পাদকের কমকান্ডসমূহ: 


১.ডাকসু আন্তঃ বাসরুট ফুটসাল প্রতিযোগিতা-২০১৯
২.ডাকসু শহীদ স্মৃতি ভলিবল প্রতিযোগিতা-২০১৯
৩.শেখ রাসেল স্মৃতি আন্তঃ হল ওয়াটার পোলো প্রতিযোগিতা ২০১৯
৪. ক্রীড়া সম্পাদক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের যৌথ উদ্যোগে টি.এস.সি ভিত্তিক সামাজিক সংগঠনসমূহকে নিয়ে শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ আয়োজন করা হয়
৫. ৯৮ তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে DUCSU Swimming competition 2019
৬. ৯৮ তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ-২০১৯, ডাকসু বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে
৭.আগস্ট স্মরণে বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচ-২০১৯, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একাদশ বনাম চতুর্থ শ্রেনী কর্মচারী ইউনিয়ন
৮. আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯-২০
আয়োজক- ঢাকা বিশ্ববিদ্যালয়
অংশগ্রহনকারী ১২ টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত হয় ডাকসু সাংস্কৃতিক সন্ধ্যা এবং ডাকসু কর্তৃক ১২ টি বিশ্ববিদ্যালয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
৯. আন্তঃবিশ্ববিদ্যালয় সাতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা ২০১৯-২০ । আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়
অংশ গ্রহনকারী ৬ টি বিশ্ববিদ্যালয়কে ডাকসু কর্তৃকবশুভেচ্ছা স্মারক প্রদান।
১০. আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল এবং সাতার প্রতিযোগিতা ২০১৯-২০ এ অংশগ্রহনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় টিমকে ডাকসু কর্তৃক জার্সি প্রদান করা হয়।


১১. আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা (ছাত্র -ছাত্রী) ২০১৮-১৯ ডাকসু কর্তৃক প্রতিটি (৩৪ টি) ম্যাচে ডাকসু ম্যাচ সেরা পুরষ্কার প্রদান, সকল ম্যাচের সরাসরি ধারা বিবরণী প্রদান ও ফাইনাল ম্যাচে ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ম্যাচটি ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হয়।


১২. আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০১৯-২০ ডাকসু কর্তৃক ৮৩ টি ম্যাচে ডাকসু ম্যাচ সেরা পুরষ্কার প্রদান, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচেগুলোতে ডাকসুর তত্ত্বাবধানে ধারা বিবরণী ব্যবস্থা করা হয়।


১৩. আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র - ছাত্রী) ২০১৯-২০ ডাকসু কর্তৃক ২৭ টি ম্যাচে ডাকসু ম্যাচ সেরা পুরষ্কার প্রদান করা হয়।


১৪. আন্তঃহল সাতার প্রতিযোগিতা (ছাত্র - ছাত্রী) ২০১৯-২০ ডাকসু কর্তৃক ডাকসু কর্তৃক ডাকসু সেরা সাতারু পুরষ্কার প্রদান করা হয়।


১৫. ডাকসুর সার্বিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলের ছাত্র ছাত্রীদের সুবিধামত নতুন সময় নির্ধারণ করা হয়।

এদিকে সামনের সময়ে আরও জাঁকজমকপূর্ণ ইভেন্টের পরিকল্পনা রেখেছেন ক্রীড়া সম্পাদক তার একটি পরিকল্পনা ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেছেন যা মুজিব বর্ষ কে সামনে রেখে পালন করা হবে।

মিজানুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন , অন্যান্য সম্পাদকদের মধ্যে ক্রীড়া সম্পাদকের কর্মকাণ্ডই সবচেয়ে বেশি নজরে পড়ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল খেলায় সরাসরি সহযোগিতা করেছেন এবং নতুন নতুন ইভেন্ট আয়োজন করেছেন যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডাকসুর পক্ষ থেকে অন্যতম উপহার।

রফিকুল ইসলাম খান নামে এক শিক্ষার্থী বলেন, ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে আমি তাকে ভোট দিয়েছিলাম । কারন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া দলের অধিনায়ক ছিলেন। আমার বিশ্বাস তিনি যেহেতু খেলাধুলা ভালো বুঝেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ক্রীড়া ইভেন্ট আয়োজন করবেন। তার কর্মকাণ্ড আমাদের ভালো লেগেছে আয়োজন করবেন।