টিএসসি যেন মিনি স্টেডিয়াম, শাবাশ বাংলাদেশ বলে উল্লাস


ঢাবি টাইমস | Published: 2020-02-10 05:14:46 BdST | Updated: 2024-05-17 16:41:08 BdST

যুব ক্রি‌কেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ভারত-বাংলাদেশের যুবাদের ম্যাচ দেখতে যেন মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। বড় স্ক্রিনে খেলা দেখতে সেখানে সমবেত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও পথচারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর উদ্যোগে খেলা দেখার এই ব্যবস্থা করা হয়েছে।

সেখানে খেলা দেখছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আবদাল হোসেন। একটা রান আউট না হওয়ায় আফসোস দেখা যায় তার বন্ধুদের মাঝে। সে সময় বন্ধুদের সান্ত্বনা দিয়ে আবদাল বলেন, ‘ব্যাপার না। দেখবি, আজ বাংলা‌দেশ জিত‌বেই।’

কিছুক্ষণের মধ্যেই আরও দুটি উইকেটের পতন হওয়া আবদাল ও তার বন্ধুরা খুশিতে, ‘সাবাস বাংলাদেশ, সাবাস বলে চিৎকার করতে থাকে।’

সমবেত দর্শকরা প্রতি মুহূর্তের খেলা উপভোগ করছেন। বাংলাদেশের বোলাররা বল করতে আসলে স্টেডিয়ামে যেমন তালি বাজিয়ে হর্ষধ্বনি করে উৎসাহ যোগায় ঠিক তেমনি তারা প্রতি বলে বলে হর্ষধ্বনি দেয়া হচ্ছে। সবার একটাই কথা ‘আজ জিতবে বাংলাদেশ। বড় না পারলেও ছোটরাই বিশ্বকাপ জয় করে তাক লাগিয়ে দিবে’।

বাংলাদেশের যুব ক্রিকেটাররা খেলছেও দারুণ। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশের যুবারা। প্রথম ইনিংসে ভারতকে মোটামুটি ধরাশায়ী করেছে বাংলাদেশের বোলাররা। মাত্র ১৭৭ রানে ভারতকে অলআউট করে বাংলাদেশের বোলররা।