নবীন শিক্ষার্থীদের নিয়ে ডাকসুর ক্রীড়া উৎসবের নিবন্ধন চলছে


ঢাবি টাইমস | Published: 2020-02-16 00:58:51 BdST | Updated: 2024-05-17 17:19:18 BdST

বিদ্যালয়-মহাবিদ্যালয়ের পাঠ চুকিয়ে এক ঝাঁক দুরন্ত নবীনের অস্তিত্বে এখন দেশের সেরা বিদ্যাপিঠের ছাপ। ঢাকা বিশ^বিদ্যালয়ে ২০১৯-২০ সেশনে আগত এই নবীন শিক্ষার্থীদের ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর পক্ষ থেকে মুজিববর্ষের এবং বসন্তের আগমনী পুষ্পিত শুভেচ্ছা।

ক্যাম্পাসের প্রতিটি প্রাঙ্গণ এখন মুখরিত নবীন শিক্ষার্থীদের পদচারণায়। প্রতিটি স্বাপ্নিক নবীনের চোখে মুখে ফুটে আছে বসন্তের কৃষ্ণচূড়ার রক্তিম আভা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার পথে মেধা মনন ও সৃজনশীলতার মধ্য দিয়ে নিজেদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে আত্মপ্রত্যয়ী প্রতিটি নবীন শিক্ষার্থী।

একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও দারুণ পারদর্শী হোক নবীনেরা। এমন ভাবনা থেকেই ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ঢাকা বিশ^বিদ্যালয়ের শিকক্ষার্থীদের জন্য আগামী ২৭ ফেব্রæয়ারি ২০২০, বৃহস্পতিবার ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করতে যাচ্ছে ডাকসু মুজিববর্ষ অ্যাথলেটিক্স ২০২০।

বিশ^বিদ্যালয়ের ক্রীড়াসূচীর সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে স্বভাবিক মানসিক বিকাশ ও নিজেদের মধ্যকার সৌহার্দ্য, প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ অয়োজন ভূমিকা রাখবে বলে আমরা বিশ^াস করি।

প্রতিযোগিতার তারিখ নিবন্ধনের স্তান নিবন্ধনের সময়সীমা
২৭ ফেব্রæয়ারি ২০২০,বৃহস্পতিবার ডাকসু ভবন (২য় তলা) ১৫ থেকে ২৪ ফেব্রæয়ারি ২০২০


ইভেন্টসমূহ

১০০ মিটার স্প্রিন্ট (ছাত্র-ছাত্রী) উচ্চ লাফ(ছাত্র-ছাত্রী) গোলক নিক্ষেপ(ছাত্র-ছাত্রী)
২০০ মিটার স্প্রিন্ট (ছাত্র-ছাত্রী) দীর্ঘ লাফ(ছাত্র-ছাত্রী) বর্ষা নিক্ষেপ(ছাত্র-ছাত্রী)
৪০০ মিটার স্প্রিন্ট(ছাত্র-ছাত্রী) ত্রিপল জাম্প(ছাত্র-ছাত্রী) চাকতি নিক্ষেপ(ছাত্র-ছাত্রী
১৫০০ মিটার দৌড় (ছাত্র)


বিশেষ দ্রষ্টব্য: 
নিবন্ধনের সময় ও প্রতিযোগিতার দিন অবশ্যই প্রথম বর্ষের পে ইন ¯িøপ সাথে রাখতে হবে।
একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।
নিবন্ধন ব্যতিত কোন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
তিন ক্যাটাগরি মিলিয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীদের মধ্য থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ বাছাই করা হবে।

প্রেস রিলিজ