‘ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগকে রুখে দাঁড়াতে হবে’


ঢাবি টাইমস | Published: 2017-08-26 04:22:06 BdST | Updated: 2024-06-03 19:35:17 BdST

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, আগস্ট মাস বাঙালির শোকের মাস। আর এই আগস্টেই খুনিরা ষড়যন্ত্রে মেতে উঠে। এখন নির্বাচিত সরকারকে হঠাতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগকে রুখে দাঁড়াতে হবে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হল ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন হাওলাদারের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হলের প্রাধ্যক্ষ এজেএম শফিউল আলম ভুইয়া, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ম থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হুকুম ও নির্দেশ পালন করতেন। আর এখন জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পেছনের দরজা দিয়ে যেন কেউ ক্ষমতায় আসতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধু পৃথিবীর অনেক বড় রাজনৈতিক নেতাদের মত অনেক কিছু লিখে রেখে যাবার সময় পাননি। ৫৫ বছর ৪ মাস ২৯ দিনের জীবনে একটি জাতি সৃষ্টি ও জাতির জন্য নির্দিষ্ট স্বাধীন ভূ-খন্ড শুধু দেননি, যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়তে যা কিছু প্রয়োজন সবই করেছিলেন মাত্র সাড়ে তিন বছরে। কাজ ও তাঁর জীবনের সময়সীমা যদি হিসাব করা হয় তাহলে যে গতিবেগ তাঁর সামগ্রিক কাজের ভিতর দেখা যায়, তাঁর কাজের মানের অনুপাতে আলোর গতিবেগের চেয়ে কোন অংশে কম নয়, বরং বেশী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন থেকে ছাত্রলীগের প্রথম শিক্ষা নেয়া উচিত জীবনকে গতিশীল করা, জীবনের কাজের গতি যেন আলোর গতির সমান হয়। ১৯৪৬ সালের তরুণ শেখ মুজিবের জীবন কর্ম থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং অসমাপ্ত কাজ সম্পাদনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, খুনিরা ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। কিন্তু সেই আদর্শকে হত্যার জন্য এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই খুনি চক্রের ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশ ছাত্রলীগ জীবন দিয়ে হলেও তা রক্ষা করবে। কোন ষড়যন্ত্র সফল হবে না।----ইত্তেফাক 

 

এমএসএল