বন্যার্তদের মাঝে ছাত্রলীগের ধারাবাহিক ত্রাণ সামগ্রী বিতরণ


Dhaka | Published: 2022-06-21 09:17:35 BdST | Updated: 2024-03-29 01:32:03 BdST

বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে আজকে সকাল থেকে রাত পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী হিসেবে বিভিন্ন ধরনের শুকনা খাবার, মিনারেল ওয়াটার, মোমবাতি, দিয়াশলাই,পানি বিশুদ্ধ করন ল্যাবলেট,কার্বলিক এসিড,বিস্কুট, পাউরুটি বিতরণ করা হয়।

ভয়াবহ বন্যায় সিলেট জেলার জলামগ্ন বিভিন্ন প্রত্যন্ত এলাকার ঘরে ঘরে ট্রলার, ছোট নৌকার মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়। আজকে মোট ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেয়া কয়েকশত বানভাসি মানুষের মাঝে রাতের খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার ত্রাণ টিমের সার্বিক তত্ত্বাবধান করছেন। অন্যান্যদের মধ্যে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন, ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ-সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সম্পাদক সাইফুল ইসলাম রাজন, সাইফুর রহমান এবং সদস্য আলী হোসেন আলম।
ইমরান জমাদ্দার বলেন,"আগামী কয়েক দিন আমাদের এই ধারাবাহিক কর্মসূচি চলবে।মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা কাজ করে যাবো। দেশের অন্যান্য বন্যার্ত জেলা গুলোতেও আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে।'

//