-01-2022-09-17-10-54-46.jpeg)
ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস। কিছু নেতা সংগঠনের ক্ষতি করছে বলে দাবি করেছেন তিনি। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেছেন।
ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত লিখেছেন, ‘আমি অনেকের মতো বড় নেতা না, তবে সংগঠনের ক্ষতি হয় এমন কোন কাজ করি না! সংগঠনের প্রশ্নে কখনো আপোষ নয়!’
তিনি বলেছেন, ‘যারা সংগঠনের ক্ষতি করছেন নেত্রী সব জানেন! ভাইবেন না নেত্রীর দোহায় দিয়ে বেঁচে যাবেন, সত্য বের হবেই!’
আরেকটি পোস্টে সনজিত লিখেছেন, ‘অর্থনীতি যখন রাজনীতি তখন দুর্দিনের আওয়ামী লীগের পরিবারগুলো অবমূল্যায়িত হবেই! ধিক্কার যারা আমার নেত্রীর নাম দিয়ে সংগঠন বিক্রি করছেন, ধরা খাবেনই!’