ঢাবিতে যান চলাচলে গতিসীমা নির্ধারণের দাবি ছাত্র ফ্রন্টের


DU Correspondent | Published: 2022-12-04 21:20:40 BdST | Updated: 2024-03-28 20:04:07 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় ঘটে যাওয়া নৃশংস ‘হত্যাকাণ্ড’র বিচার ও ক্ষতিপূরণের পাশাপাশি ক্যাম্পাসে যান চলাচলে গতিসীমা নির্ধারণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শনিবার (৩ ডিসেম্বর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, শুক্রবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গাড়ির বাম্পারের সঙ্গে আটকে যান রুবিনা হক নামের এক নারী। কিন্তু চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে নীলক্ষেত পর্যন্ত চালিয়ে নিয়ে যান। এর মধ্য দিয়ে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের সাক্ষী হলো ঢাবি ক্যাম্পাস। এ নির্মম ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ঢাবির সাবেক শিক্ষক আজহার জাফর শাহ।

তারা আরও বলেন, ছাত্রদের নিরাপদ সড়কের দাবিকে উপেক্ষা করে প্রতিদিনই সড়কে ঝরছে অসংখ্য প্রাণ। যা রাষ্ট্রীয় কাঠামোগত হত্যাকাণ্ডের সামিল। এ হত্যাকাণ্ডের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। কারণ এ ঘটনা বিচ্ছিন্ন নয় বরং যে ধরনের পরিবেশ বিশ্ববিদ্যালয়ের রাস্তায় তৈরি করে রাখা হয়েছে এ তারই বহিঃপ্রকাশ।

তারা অবিলম্বে রুবিনা হক হত্যাকাণ্ডের বিচার ও যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচলের গতিসীমা নির্ধারণ, গতিসীমা অনুযায়ী যান চলাচল নিশ্চিত করতে গতিসীমা চিহ্নিত সাইনবোর্ড এবং স্পিড ক্যামেরা ইনস্টল করার দাবি জানান।

//