ঢাবি সাংবাদিক সমিতির সঙ্গে ছাত্রলীগের নতুন কমিটির সাক্ষাৎ


DU Correspondent | Published: 2022-12-22 05:32:12 BdST | Updated: 2024-03-28 17:03:24 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এসময় সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌজন্যে সাক্ষাৎ শেষে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সাংবাদিক সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের পেশাদারি কাজে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার পূর্ণ নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যুগোপযোগী ও সাহসী ভূমিকা পালন করে। আমরা আমাদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা থেকে আমরা সেটি দেখেছি। তারা গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীল ধ্যান-ধারণা লালন করেন। আমরা আশা করি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সাংবাদিক সমিতির সর্বোচ্চ সহযোগিতা পাব।

সাধারণ সম্পাদক ইনান বলেন, আমাদের দায়িত্ব থাকাকালীন সাংবাদিকদের সঙ্গে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। একইসঙ্গে আমাদের ইতিবাচক ও নেতিবাচক উভয় সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

সমিতির পক্ষ থেকে সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল নবাগত ছাত্রলীগ নেতাদের শুভেচ্ছা জানান। পেশাদারি দায়িত্ব ঠিকভাবে পালন ও নিরাপদ শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস তৈরিতে ছাত্রলীগের সৌহার্দ্যপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে ছাত্রলীগ ও সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক খুব জরুরি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা কামনা করছি।

//