রক্তদাতা নিয়ে ঢামেক জরুরি বিভাগের সামনে প্রস্তুত ছাত্রলীগ


DU Correspondent | Published: 2023-03-08 07:52:39 BdST | Updated: 2024-03-28 18:08:47 BdST

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আহতদের রক্তের প্রয়োজনে রক্তদাতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রস্তুত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতারা।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা রক্ত সংগ্রহ করার জন্য প্রস্তুত রয়েছি। প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন হবে তা আমাদের ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজে আমাদের ছাত্রলীগের কর্মী যারা রয়েছে তারা সবাই প্রস্তুত।

তিনি আরও বলেন, ছাত্রলীগের যেসব নেতাকর্মী ইন্টার্নশিপে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। সব ধরনের সহায়তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। শুধু ঢাকা মেডিকেল নয়, আমাদের অন্যান্য মেডিকেলের ইউনিটগুলো তথ্যকেন্দ্র ও চিকিৎসা সহায়তা কেন্দ্র প্রস্তুত করেছে।

ছাত্রলীগের এই নেতা বলেন, আমরা যেকোনো মূল্যে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য, আহতদের স্বজনদের পাশে রয়েছি।

বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মরদেহ ঢামেক হাসপাতালে এসেছে। আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন শতাধিক।

//