ছাত্রলীগ সহ-সভাপতি ফুয়াদকে অব্যাহতি


Desk report | Published: 2024-06-04 21:04:54 BdST | Updated: 2024-06-29 04:01:17 BdST

বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফুয়াদ হোসেন শাহাদাতকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, ফুয়াদ হোসেন শাহাদাতকে (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ) তার স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

তবে অব্যাহতির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।