শাবিতে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে এলেন শতাধিক শিক্ষক


Desk report | Published: 2022-01-20 09:58:08 BdST | Updated: 2024-04-23 12:18:14 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের পাশে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।

এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক আন্দোলনস্থলে উপস্থিত হয়েছেন। রাত পৌনে ৯টায় শতাধিক শিক্ষকের একটি দল আন্দোলনস্থলে এসে হাজির হন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সেন্টার অফ এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মস্তাবুর রহমান, সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শতাধিক শিক্ষককে দেখা গেছে।

শিক্ষকরা আন্দোলনস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষকদের কাছে তারা জানতে চান- তাদের এই এক দফা দাবির সঙ্গে শিক্ষকরা একমত কিনা? এ সময় শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি।

শিক্ষার্থীরা বলেন, যদি আপনারা আমাদের এক দফা দাবির সঙ্গে একমত পোষণ করেন তাহলে আমরা আপনাদের সঙ্গে কথা বলব। এছাড়া আপনাদের সঙ্গে কোনো ধরনের কথা বলতে রাজি নই।

রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে শিক্ষকরা সেখানে অবস্থান করছেন।

এর আগে রাত ৮টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।