‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দ্বিতীয় শাবিপ্রবি


Desk report | Published: 2022-02-23 23:09:38 BdST | Updated: 2024-04-23 20:18:44 BdST

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রতিনিধত্বকারী টিম। ‘এনএলপি বাংলা টুলকিট’ প্রজেক্টের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে তারা পেয়েছে পঞ্চাশ হাজার টাকা।

এ টিমের সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তৌহিদ আহমেদ ফয়সাল ও মোহাইমিন আবিদ মেহেদী। তাদের মেন্টর হিসেবে ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘এনএলপি বাংলা টুলকিট’ প্রজেক্টের বিষয়বস্তু সম্পর্কে সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ বলেন, ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে’ এ বিভিন্ন ধরনের অ্যাপস আছে। এই অ্যাপসের মাধ্যমে এক ভাষা থেকে আরেক ভাষা ট্রান্সলেট করা, বিভিন্ন মাধ্যমে কনভার্ট করা যায়। এই অ্যাপ ডেভেলপ করতে ছোট ছোট অনেক পার্ট আছে। আমাদের প্রজেক্টটি মূলত এই পার্টগুলোতে বাংলা ভাষাকে ডেভেলাপ করা। পার্টগুলোতে বিভিন্ন ডাটা কমবাইন্ড করে একটি লাইব্রেরি বা প্যাকেজ আকারে তৈরি করা। এই লাইব্রেরি বা প্যাকেজ ইনস্টল করে মডিউলগুলোর এক্সেস নিয়ে বাংলা ভাষাকে ডেভেলাপ করতে কাজ করা যাবে।

তথ্যপ্রযুক্তিবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১৬১টি উদ্ভাবনী আইডিয়ার মধ্য থেকে তিন ধাপে শীর্ষ দশ প্রকল্প নির্বাচন করেন।

উল্লেখ্য, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলা ভাষা-প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা ও সফটওয়্যার ডেভেলপমেন্টের কার্যক্রমে নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক ও ডেভেলপারদেরকে উৎসাহিত করার জন্য ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ (AI for Bangla) প্রতিযোগিতা ২০২১ শুরু হয়। এই লক্ষ্যে তরুণ গবেষক ও ডেভেলপারদের কাছ থেকে পুরস্কারের উদ্দেশ্যে ‘ডেটাসেট’, ‘মডেল’ কিংবা ‘ওয়ার্কিং-প্রটোটাইপ’ (প্রথম ধাপে ধারণাপত্র ও দ্বিতীয় ধাপে রিসোর্স) জমা নেওয়া হয়।