নবীনদের বরণে প্রস্তুত শাবিপ্রবি


SUST Correspondent | Published: 2022-03-19 09:05:00 BdST | Updated: 2024-04-30 15:39:59 BdST

নবীনদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

রোববার (২০ মার্চ) ২০২০-২১ সেশনে ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। নবীনদের বরণে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

ওই দিন দুই পর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রায় এক হাজার সাতশ শিক্ষার্থীকে বরণ করা হবে। সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও দুপুর ২টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করবে বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (১৮ মার্চ) আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, করোনার কারণে এক বছর বিরতিতে অনুষ্ঠিত হচ্ছে নবীনবরণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২০-২১ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণের প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনুষ্ঠান সুন্দর ও প্রাণবন্ত করতে বিভিন্ন উপ-কমিটি কাজ করছে। বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করবে বলে জানান তিনি।

আয়োজক কমিটি সূত্র জানায়, রোববার মূল অনুষ্ঠান শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে স্থাপিত নিজ নিজ বিভাগের বুথ থেকে আইডি কার্ড, ডায়েরি, ক্লাস রুটিনসহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে। তবে কোনো কারণে নবীনবরণে উপস্থিত থাকতে না পারলে পরবর্তীতে নিজ নিজ বিভাগীয় অফিস থেকে তা সংগ্রহ করা যাবে।