২৩ আসন ফাঁকা রেখেই শাবিপ্রবিতে হচ্ছে নবীনবরণ


SUST Correspondent | Published: 2022-03-20 21:31:53 BdST | Updated: 2024-04-30 20:55:15 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নির্ধারিত আসন পূর্ণ না করেই ২০২০-২১ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই ২৩ আসনে আর ভর্তির সুযোগ পাচ্ছেন না কেউ।

রোববার (২০ মার্চ) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই পর্বের নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে অর্থনীতি বিভাগে সর্বমোট ৬৬টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪০, মানবিক বিভাগের ২০ ও ব্যবসায় প্রশাসন বিভাগের জন্য ছয়টি আসন বরাদ্দ রয়েছে।

শর্ত অনুযায়ী, অর্থনীতিতে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় গণিতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। কিন্তু মানবিক ও ব্যবসায় প্রশাসন বিভাগের আসন পূর্ণ হলেও বিজ্ঞান বিভাগের ২৩টি আসনই ফাঁকা রয়ে গেছে৷ বিজ্ঞান বিভাগ থেকে ৯টি ধাপে ২০২০ শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকার পরও শর্ত পূরণ করেছে এমন ২৩ জন শিক্ষার্থী পাওয়া যায়নি।

ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ভর্তি কার্যক্রম পুরোপুরি সম্পন্ন করা হয়েছে। এখন সে সিদ্ধান্ত পরিবর্তন করে খালি থাকা আসনে পুনরায় ভর্তি নেওয়া হবে না।।

তিনি আরও জানান, নিয়মানুসারে কোনো বিভাগের বরাদ্দকৃত আসন অসম্পূর্ণ রেখে ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেলে অন্য বিভাগ থেকে সে বিভাগে মাইগ্রেশনেরও সুযোগ থাকে না।