শাবিপ্রবি ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’র কমিটি ঘোষণা


SUST Correspondent | Published: 2022-04-01 02:51:58 BdST | Updated: 2024-04-20 14:10:50 BdST

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার প্রথম কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ভুইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের একই বর্ষের রায়হান মিয়া মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অহিদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সোহান আহম্মদ, রেহান কবির, আলবাব মাহমুদ ও তাসফিয়া বিনতে আলী; যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ আলী বাবু, মেহেদী হাসান তুর্য, মশিউর রহমান তুষার ও সৌরভ সুত্রধর; সাংগঠনিক সম্পাদক তৈমুর হুসাইন, মিশু আক্তার, ফয়জুর রহমান চৌধুরী ও দিপেন্দ্র বিশ্বাস; সহ-সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম নাহিদ, আবুল বাশার ও আওলাদ হুসাইন এবং কোষাধ্যক্ষ শারিকা তাসনিম মীম।

কমিটিকে আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।