পাকিস্তানের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কুরআন পড়ানোর প্রস্তাব পাস


Dhaka | Published: 2020-07-14 20:11:25 BdST | Updated: 2024-05-18 11:01:56 BdST

পাকিস্তানের জাতীয় পরিষদের দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কুরআন তরজমা শিক্ষাদানের প্রস্তাব গৃহীত হয়েছে।

স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে জাতীয় পরিষদের অধিবেশনটিতে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী মুহাম্মদ খান প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন।

প্রস্তাবনায় বলা হয়, দেশের যে সমস্ত প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদ সহ কুরআন পড়ানো হয় না সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও অর্থ সহ কোরআন পড়ানো উচিত।

সেখানে আরো বলা হয়, আমাদের প্রজন্মের জন্য জ্ঞানের এক নতুন দার উন্মোচিত হবে কুরআনের উর্দু তরজমা পাঠে।

আলী মুহাম্মদ খান কর্তৃক উপস্থাপিত প্রস্তাবটি সংসদে সর্বসম্মতভাবে পাস হয়।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের সর্বাধিক জনবহুল প্রদেশ পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়গুলিতে অনুবাদ সহ পবিত্র কুরআন শিক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি অর্জনের জন্য অনুবাদ সহ কুরআন অধ্যায়ন একটি অপরিহার্য শর্ত।

সূত্র : জিও টিভি