সুইজারল্যান্ডে ওয়েল্টফরমেট গ্রাফিক ডিজাইন অ্যাওয়ার্ড ২০২০


Dhaka | Published: 2020-07-22 18:19:15 BdST | Updated: 2024-05-18 16:02:32 BdST

সবচেয়ে ভালো তরুণ পোস্টার ডিজাইনার খুঁজছে সুইজারল্যান্ডের ওয়েল্টফরমেট গ্রাফিক ডিজাইন ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে সেরা ২০ টি প্রজেক্ট এক্সিবিশনের মাধ্যমে প্রদর্শন করা হবে।

এ বছরের ফেস্টিভ্যালটি পরিবর্তনের প্রভাব এবং ডিজাইনের পরিবর্তন নিয়ে অনুুুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আলোচনা করা হবে ধ্রুব পরিবর্তনসমূহ ও এর সঙ্গে আসা সুযোগ নিয়ে।

স্থান: সুইজারল্যান্ড

  • সুযোগ সুবিধাসমূহ
    বিজয়ী পোস্টারটি পাবে ১৫০০ সুইস ফ্রাঙ্ক।
    বিজয়ী পোস্টারটি সুইজারল্যান্ডের ৫০০ স্থানে প্রদর্শন করা হবে।

আবেদনের যোগ্যতা
২৭ বছরের নীচের যেকোনো শিক্ষার্থী, ইন্টার্ন বা ক্যারিয়ারের শুরুর যে কেউ অংশগ্রহণ করতে পারবে।
জেপিজি ফাইলে আপনার পোস্টার আপলোড করুন। (১৫০ ডিপিআই,DIN A3(২৯৭×৪২০এমএম), ৩ এমবির বেশি নয়)

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ সহ সকল দেশের নাগরিকদের জন্য।

ডেডলাইন: জুলাই ৩১, ২০২০

আবেদন লিংকে গিয়ে ফর্ম পূরণ করুন।