মালিতে সেনা বিদ্রোহ: প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট আটক


Dhaka | Published: 2020-08-19 08:44:30 BdST | Updated: 2024-05-18 19:06:49 BdST

মালিতে সেনা বিদ্রোহের ঘটনা ঘটেছে। বিদ্রোহী সেনারা দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসেকে আটক করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজীরা।

দীর্ঘদিন যাবৎ দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলমান ছিল। বিরোধী দলগুলো বলছে, দেশটির সরকার অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে। দেশটিতে এবং আইনের কোন শাসন নেই।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ।সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মুক্তি দাবি করেছেন।

এদিকে মালির একটি সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলির খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। রাজাধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের ‘কাতি’ ঘাঁটিতে সংঘাতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ওই ঘাঁটিতে সেনারা গুলি চালিয়েছে। প্রতক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কাতি ঘাঁটির আশপাশে সাজোয়া ট্যাংক নিয়ে সেনাদের টহল দিতে দেখা গেছে।

এ বিষয়ে দেশটির এক সামরিক বাহিনীর মুখপাত্র বলছে, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানতে পারেনি তারা।

সেখানকার ফরাসি দূতাবাসের সূত্র অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সদস্য বামাকোর উদ্দেশে রওয়ানা হয়েছে। পরিস্থিতি ভালোভাবে না বুঝে সেখানকার বাসিন্দাদের ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়েছে। গেল কয়েক মাস ধরেই মালিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

বিভিন্ন সময় দেশটির জঙ্গিগোষ্ঠী এবং সন্ত্রাসীদের কারণে উত্তপ্ত হয় মালি। বেসামরিক নাগরিকদের উপর হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।