শিগগিরই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু


টাইমস ডেস্ক | Published: 2020-08-27 18:22:53 BdST | Updated: 2024-05-18 16:47:55 BdST

এবার করোনাবাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

ডিএনএ ভিত্তিক নতুন এই ভ্যাকসিনটি শুধু কোভিড-১৯ নয়, বরং প্রাণি থেকে মানুষকে সংক্রমিত করা সব ধরনের করোনাভাইরাস প্রতিরোধ করতে সক্ষম বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞানীরা।

এরই মধ্যে ভ্যাকসিন গবেষণায় ১৯ লাখ পাউন্ড অনুদান দিয়েছে ব্রিটিশ সরকার। শিগগিরই ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে ক্যামব্রিজের গবেষকরা। সব ধরনের করোনাভাইরাসের জিনোম নকশা থেকে তৈরি করা হয়েছে এই ভ্যাকসিন। অন্য ভ্যাকসিনগুলোর চেয়ে ডিএনএ থেকে তৈরি এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কম হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

এ মুহূর্তে বিশ্বে করোনার অন্তত ৩০টি ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ চলছে।