করোনার মধ্যে হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে বেড়েছে ডিভোর্স


Dhaka | Published: 2020-08-27 21:53:54 BdST | Updated: 2024-05-18 15:25:58 BdST

করোনাভাইরাস মহামারির মধ্যে হঠাৎ করেই মধ্যপ্রাচ্যজুড়ে বেড়েছে ডিভোর্সের ঘটনা। সৌদি আরব ও ইরানসহ বিভিন্ন দেশেই ডিভোর্স বৃদ্ধির এই প্রবণতা লক্ষ্য করা গেছে।

এমন পরিস্থিতিতে ভয়াবহ এক পরিসংখ্যান উপস্থাপন করেছে সৌদি আরবের বিচার মন্ত্রণালয়। তারা বলছে, দেশটিতে করোনা মোকাবিলায় লকডাউনের মধ্যে ডিভোর্সের হার শতকরা ৯৬.৭ ভাগ বেড়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

মন্ত্রণালয়ের মাসিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, জুন মাসে রেকর্ড সংখ্যক ডিভোর্স সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এই সংখ্যাটা ৪ হাজার ৭৯ ছিল বলে জানাচ্ছে সৌদির বিচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ডিভোর্সের ঘটনা ঘটেছে রিয়াদ ও মক্কা অঞ্চলে। সেখানে ডিভোর্সের হার বেড়েছে ৫৩ শতাংশ।

সৌদির বিচার মন্ত্রণালয় বলছে, দেশটিতে দৈনিক ভিত্তিতে ডিভোর্স সার্টিফিকেট ইস্যুর সংখ্যা ১১৭ থেকে ২৮৯টিতে দাঁড়িয়েছে। আর মাসিক ডিভোর্সের দিক দিয়ে সার্টিফিকেট ইস্যুর পরিমাণ ১৩৪ থেকে ৭৫০০টিতে দাঁড়িয়েছে।

আইনজীবী আসেম আল-মুল্লা বলেছেন, বেশ কয়েকটি কারণে ডিভোর্সের হার বেড়েছে। এর মধ্যে রয়েছে- বৈবাহিক সমস্যা, দম্পতিদের মধ্যে বোঝাপড়ার অভাব, স্বামীর উপর ক্রমবর্ধমান আর্থিক চাহিদা এবং স্বামীর দুর্ব্যবহার যেমন মাদক সেবন বা সহিংস আচরণ।

এসব সমস্যা সমাধানে বিয়ের আগে কোর্স বাধ্যতামূলক করা জরুরি বলেও উল্লেখ করেছেন আল-মুল্লা। যাতে করে দম্পতিরা তাদের ভূমিকা ও দায়িত্ব বুঝতে পারে।