নাগর্নো-কারাবাখ কী?


Dhaka | Published: 2020-10-02 05:21:40 BdST | Updated: 2024-05-19 06:15:10 BdST

নাগর্নো-কারাবাখ একটি বিতর্কিত অঞ্চল, আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত, কিন্তু অধিকাংশ অঞ্চলটি আর্টসাক প্রজাতন্ত্রের কর্তৃক নিয়ন্ত্রিত হয় (পূর্বে নাগর্নো-কারাবাখ প্রজাতন্ত্র), একটি আর্মেনিয়ান জাতিগত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্বাধীন রাষ্ট্র যেটি আজারবাইজান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের নাগর্নো-কারাবাখ স্বায়ত্তশাসিত এলাকার ভিত্তিতে প্রতিষ্ঠিত।

১৯৮৮ সালে কারাবাখ আন্দোলনের সূচনা হওয়ার পর থেকে আজারবাইজান এই অঞ্চলে রাজনৈতিক কর্তৃত্ব প্রয়োগ করতে পারেনি। ১৯৯৪ সালে নাগর্নো-কারাবাখ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আর্মেনিয়া এবং আজারবাইজান সরকারের প্রতিনিধিরা এই অঞ্চলের বিতর্কিত অবস্থান সম্পর্কে ওএসসিই মিনস্ক গ্রুপের মধ্যস্থতায় শান্তি আলোচনা করছে।

অঞ্চলটি সাধারণত সাবেক নাগর্নো-কারাবাখ স্বশাসিত এলাকার ৪,৪০০ বর্গকিলোমিটার (১,৭০০ মা২) জায়গা নিয়ে প্রশাসনিক সীমান্তগুলির সাথে সমান হয়। এই অঞ্চলের ঐতিহাসিক অঞ্চলটি প্রায় ৮,২২৩ বর্গকিলোমিটার (৩,১৭৫ মা২) জুড়ে রয়েছে।