খুনী মাজেদের ফাঁসি কার্যকর: সরকারকে ধন্যবাদ মুক্তিযুদ্ধ মঞ্চের


ঢাবি টাইমস | Published: 2020-04-12 06:31:13 BdST | Updated: 2024-05-18 19:54:30 BdST

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ এর ফাঁসির আদেশ কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন সংগঠনের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

বঙ্গবন্ধুর খুনী মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, " আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হওয়া। দীর্ঘদিন পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদকে গ্রেফতার করে দ্রুত ফাঁসির রায় কার্যকর করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদেরকে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে নির্মমভাবে হত্যা করে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী স্বাধীনতা বিরোধী চক্র। সকল বিচারিক কার্যক্রম শেষে গত ২০১০ সালের ২৮ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোট ১২ জন আসামীর মধ্যে ৫ জন আসামীর ফাঁসি কার্যকর করা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় গ্রেফতার হওয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ এর ফাঁসির আদেশ দ্রুত কার্যকর হওয়ায় বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশী হয়েছে। বঙ্গবন্ধুর রক্তের ঋণ একটু হলেও শোধ করতে পেরেছে বাংলাদেশ। অপরাধ কখনো তামাদি হয় না। এই রায় কার্যকরের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি। সরকারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পিছনের মূল কুশীলবদেরকেও খুঁজে বের করার লক্ষ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিশন গঠন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জন আসামী ছাড়াও এই হত্যাকাণ্ডে আরোও অনেক দেশী ও বিদেশী চক্র জড়িত ছিল। এদেরকেও খুঁজে বের করে জাতির সামনে মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করতে হবে। এদের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। পাশাপাশি বিদেশে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৫ জন আসামীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ।"