জামালপুরে ইয়ংস্টার সোসাইটির ত্রাণ বিতরণ


Jamalpur | Published: 2020-04-28 03:01:57 BdST | Updated: 2024-05-18 23:02:47 BdST

জামালপুরের নরুন্দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইয়াং ষ্টার সোসাইটির আয়োজনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ২ শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে সদরের নরুন্দি স্কুল এন্ড কলেজ মাঠে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষকমন্ডলী ও প্রাক্তন ছাত্রদের নিজস্ব অর্থায়নে ২শ পরিবারের মাঝে বিতরন করা হয়। নিরাপত্তার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তারাএ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া পুরো ইউনিয়নে মাইকিং করেও করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা তৈরি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নিশাত সাদিক, আব্দুল্লাহ আল আসাদ,মেহেদী হাসান শুভ ,মাহাফুজ বিল্লাহ, আব্দুল্লাহ আল নাহিদ,মো: ফয়জুর রহমান, মোহাম্মদ ইয়াসিন সহ আরো অনেকে।

সংঘঠনের সদস্য মাহফুজ বিল্লাহ বলেন, তাদের গ্রামে এখন পর্যন্ত কোন করোনা রুগি পাওয়া যায় নি, ভবিষ্যৎ এর কথা চিন্তা করে তাদের এ কার্যক্রম যেনো সবাই বাড়িতে থাকে নিরাপদ থাকে। সামনের দিনগুলোতেও তাদের এ দরণের কার্যক্রম অব্যহত থাকবে। এ সময় সংঘঠনের আরো একসদস্য নিশাত সাদিক করোনা ভাইরাস মোকাবেলায় তাদের নরুন্দি ইউনিয়ন এ সচেতনতামূলক বেশ কিছু আগাম পরিকল্পনার কথাও বলেন।

সংঘঠনের অন্য এক সদস্য আব্দুলাহ আল আসাদ বলেন, ইতিপূর্বে তারা হ্যান্ড সেনিটাইজার বিতরন কার্যক্রম ও পরিচানলা করেছেন। সংঘঠনের সদস্য আব্দুল্লাহ আল নাহিদ বলেন তাদের এ সংঘঠন একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংঘঠন,তাদের এ ধরনের সময়সাপেক্ষ সেচ্ছাসেবী কাজ দীর্ঘদিন ধরে চলে আসছে ভবিষ্যৎ এও চলমান থাকবে। জয় হোক মানবতার, জয় হোক তারুণ্যের।