১৫ মে পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল


টাইমস ডেস্ক | Published: 2020-04-29 22:24:06 BdST | Updated: 2024-05-18 21:17:59 BdST

কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইনস।

বুধবার (২৯ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৭ মে পর্যন্ত দেশের বিমানবন্দরগুলোতে (চীন বাদে) সব ধরনের শিডিউল ফ্লাইট ওঠানামা বাতিল করেছিল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই নিষেধাজ্ঞা শেষেও ফ্লাইট পরিচালনা করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আর্থিকসহ নানা সংকটের কারণে প্রতিষ্ঠানটি ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে বলা হয়েছে, সাম্প্রতিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করল।

তবে এ সময়ে ফ্লাইট থাকা যাত্রীদের কী হবে কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগে দেশে বিমান চলাচলে বেবিচকের নিষেধাজ্ঞা জারি করার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান।

এসএম/ ২৯ এপ্রিল ২০২০