সাংবাদিক উৎপল দাস ফিরে এসেছেন


টাইমস প্রতিবেদক | Published: 2017-12-20 16:24:25 BdST | Updated: 2024-05-19 08:01:03 BdST

দীর্ঘ দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় তার বন্ধ মোবাইল ফোন সচল পাওয়া যায়। পরে কথা বলে নিশ্চিত হওয়া যায় তিনি পরিবারের কাছে ফিরছেন।

উৎপলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক চিত্তরঞ্জন দাস বলেন, কিছুক্ষণ আগে তার মায়ের সঙ্গে উৎপলের কথা হয়েছে। সে এখন বাসায় ফিরে আসছে।

উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ গণমাধ্যমকে জানান, রাত ১২টার দিকে কে বা কারা উৎপলকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়। রাজিব উৎপলের ব্যক্তিগত নম্বরে তার সঙ্গে কথা বলেছেন।

এর আগে বাবা চিত্তরঞ্জন দাস জানিয়েছিলেন, ১০ অক্টোবর দুপুরে ছেলের সঙ্গে সর্বশেষ তার মায়ের কথা হয়েছিল মোবাইল ফোনে। এরপর বিকেল থেকে মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পাশাপাশি কোনো খোঁজ পাওয়া যায়নি।

বুধবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উৎপল। নরসিংদীর রায়পুরা থানা সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকেন তাঁর মা-বাবা। সকালে সেখানেই তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

উৎপল জানান, গত ১০ অক্টোবর রাজধানীর ধানমণ্ডি স্টার কাবাবের সামনে থেকে তাঁকে কে বা কারা তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ দুই মাস ১০ দিন তাঁকে আটকে রাখা হয় একটি অন্ধকার ঘরে। মাঝে মাঝে এসে মুক্তিপণের জন্য টাকা চাইত অপহরণকারীরা। তবে এরা কারা বা কেন তাঁকে আটকে রেখেছিল সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

উৎপল দাস পূর্বপশ্চিমবিডিনিউজের একজন সিনিয়র রিপোর্টার। পরিবারসহ কর্মস্থল থেকেও সাধারণ ডায়েরি করা হয়। তাকে ফিরে পেতে গত সোমবারও ডিআরইউ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কর্মরত সাংবাদিকরা।

এসএম/ ২০ ডিসেম্বর ২০১৭