
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন করে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করে সংগঠনের নেতারা। এ অনশন কর্মসূচি বেলা ৩টা পর্যন্ত চলে বলে জানান জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু।
এ সময় তিনি বলেন, শাবিপ্রবির ভিসির উচিত ক্ষমা চেয়ে পদ থেকে সরে দাঁড়ানো।
এ বিষয়ে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ যেভাবে হামলা করেছে তাতে মনে হচ্ছে, তারা সন্ত্রাসীদের ঠেকাচ্ছে। নির্বিচারে ছাত্রদের মারধর করা হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েও লজ্জা-শরমহীন ভিসি এখনো পদত্যাগ করছেন না। আমরা চাই, অবিলম্বে জাতির কাছে ক্ষমা চেয়ে তিনি পদত্যাগ করবেন।
প্রতীকী অনশনে অন্যান্যদের মধ্যে মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজিলসহ ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।