চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলে। পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘বিজয়’ ও ‘সিক্সটি নাইন’ নামে দুটি সংগঠনের সদস্যদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এরমধ্যে একটি পক্ষ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও অপর পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।
জানা গেছে, ২০১৯ সালের দিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কামরুল ইসলাম ‘সিক্সটি নাইনের’ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিজয় পক্ষে যুক্ত হন তিনি। বিষয়টি নিয়ে সিক্সটি নাইন পক্ষের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই কামরুলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রোববার কামরুলকে মারধর করেন সিক্সটি নাইনের কর্মীরা।
সবশেষ বুধবার রাতে সোহরাওয়ার্দী হলের দিকে সিক্সটি নাইন পক্ষের এক কর্মী রাতের খাবার খেতে আসলে কামরুলের সঙ্গে তার হাতাহাতি হয়। পরে ঘটনাটি জানাজানি হলে বিজয়ের কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে এবং সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়ে মারেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল মুরাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষকেই হলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।