কুমিল্লায় ৩ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন


Comilla | Published: 2020-07-06 18:13:01 BdST | Updated: 2024-05-12 18:19:05 BdST

কুমিল্লায় স্থগিত ফাইনাল প্রফ গ্রহণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে মেডিকেল ফাইনাল প্রফের পরীক্ষার্থীরা।

রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর সার্কিট হাউজ সড়কে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় শিক্ষার্থীরা জানায়, মেডিকেল সিস্টেমে প্রতি বছর নভেম্বর ও মে মাসে পরীক্ষা হয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত মে মাসে পরীক্ষা হয়নি। এতে আগামি সেপ্টেম্বরে ইন্টার্ন চিকিৎসক ঘাটতি দেখা দেবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এর ঐক্যমত তথা বিএমডিসির সার্বিক সহায়তায় অনতিবিলম্বে এমবিবিএস মে ২০ ফাইনাল প্রফ অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ, চলমান করোনা সংকট মোকাবেলায় দ্রুত আসন্ন ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি সংস্করণ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রিতা সমাধানে আপাতত মেডিকেল কলেজের তত্ত্বাবধায়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এসময় ফাইনাল প্রফ পরীক্ষার্থী তানজিনা আখতার, আশরাফ উদ্দিন নিলয়, রাফসান খান ও ইয়াসির আরাফাতসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।