বেসিক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম  | Published: 2017-08-09 04:16:04 BdST | Updated: 2024-05-11 02:15:39 BdST

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগে নির্দিষ্ট কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন অন্য বিভাগ থেকে উত্তীর্ণরা।

অন্য সব ব্যাংকের নিয়োগে সব বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হলেও বেসিক ব্যাংকের ক্ষেত্রে এই ব্যতিক্রমে নিজেদের ‘বঞ্চিত’ ভাবছেন তারা।

নিয়োগ পরীক্ষাটির তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, এটি একটি ‘বিশেষ নিয়োগ’ বলে সব বিভাগ থেকে উত্তীর্ণরা সুযোগ পাচ্ছে না। সাধারণ নিয়োগের ক্ষেত্রে শর্ত আগের মতোই থাকবে।

গত ১ আগস্ট ব্যাংকার্স সিলেক্টশন কমিটি সচিবালয় থেকে বেসিক ব্যাংকে সহকারী ব্যবস্থাপকের ৫৬টি শূন্য পদে নিয়োগে জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এই নিয়োগ পরীক্ষায় আবেদনের শেষ সময় ১৭ অগাস্ট।

বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার শর্তে বলা হয়, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারবছর মেয়াদী এমবিএ, এমবিএম ও বিবিএন অথবা ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি, একাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, লোকপ্রশাসন ও ব্যবসায় প্রশাসন বিষয়ে চার বছরের স্নাতক (সম্মান)ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিভাগ নির্দিষ্ট করে অন্য সব বিভাগের প্রার্থীদের আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে উত্তীর্ণ মিলটন বৈরাগী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যে কোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারে, কিন্তু বেসিক ব্যাংকে সেই সুযোগ দেওয়া হয়নি। অন্যান্য বিষয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের কেন বঞ্চিত করা হল?”

একই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের নিক্সন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুটিকয়েক সাবজেক্ট থেকে আবেদনের সুযোগ দেওয়া হল, অন্যরা কি মেধাবী নয়?”

শাহদাৎ ইসলাম সজীব নামে আরেকজন বলেন, “রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে এরকম সাবজেক্ট বৈষম্য চাকরি প্রার্থীদের হতাশ করেছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সব বিভাগের শিক্ষার্থীদেরই সুযোগ দেওয়ার পক্ষে মত জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদি কিছু বিষয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়, তাহলে অন্য বিভাগের ছাত্র-ছাত্রীদের সঙ্গে বৈষম্য করা হবে। যে সব বিষয় বাদ দেওয়া হয়েছে, সেগুলোতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা পড়তে অনুৎসাহিত হবে।”

যেসব বিভাগ থেকে উত্তীর্ণরা সুযোগ পাচ্ছেন, তার মধ্যে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও লোকপ্রশাসন বিষয় তিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধিভুক্ত। ওই অনুষদে আরও ১০টি বিভাগ রয়েছে, যে সব বিভাগ থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইঁয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগটা যেহেতু সহকারী ব্যবস্থাপক, আমি মনে করি, সকল বিষয়ের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া উচিৎ। এমন তো হতেই পারে, উল্লিখিত বিষয়ের বাইরে শিক্ষার্থীরাও পরীক্ষায় ভালো করতে পারে।”

অন্য সব বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি রাষ্ট্রায়ত্ত আরেকটি ব্যাংক রূপালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির কথাও বলেন, যেখানে ‘সিনিয়র অফিসার’ পদে আবেদনের সুযোগ সব বিভাগের জন্যই রাখা হয়।

বেসিক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান  বলেন, “এটা জেনারেল সার্কুলার না, এটা এক্সেপশনাল সাকুর্লার।”

অন্য সব নিয়োগের সঙ্গে এর পার্থক্য তুলে ধরে তিনি বলেন, “বেতন স্কেল দেখেছেন আপনি? ৫০ হাজার টাকা। অন্যান্য ব্যাংকে বেতন ৩৫ হাজার প্লাস-মাইনাস। এটা সরকারের ব্যাংক, এটা তাদের বোর্ডের চাহিদা, স্পেশাল চাহিদা।”

সাধারণ নিয়োগে শর্ত আগের মতোই থাকবে জানিয়ে মোশাররফ বলেন, “যেটায় ২২ হাজার টাকা স্টার্টিং বেতন, ওখানে সকল বিষয় সমান মর্যাদা পাবে।”

 

এমএসএল