কার ফাঁদে পা দিয়েছেন তিনি?


আবু ইউনুস | Published: 2017-08-12 06:48:59 BdST | Updated: 2024-04-28 20:19:20 BdST

মহান সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, "আমরা সরকার কিংবা বিরোধীদলের ফাঁদে পড়বো না।"

আমার জানামতে, সরকারে আছে আওয়ামীলীগ, বিরোধীদলে জাতীয় পার্টি। এর বাইরে জামায়াত-বিএনপি ও অন্যান্য।

প্রশ্ন তবে, কার ফাঁদে পা দিয়েছেন তিনি?

কোন একক ব্যক্তির দেশ স্বাধীন করার কথা না বলা, বাহাত্তরের সংবিধানকে উপেক্ষা করা, পার্লামেন্টকে ইমম্যাচিউরড বলা, নির্বাচন কমিশনকে স্বাধীন না বলা- এসব তো এতদিন জামায়াত-বিএনপিরই কাজ ছিল
তবে কি তিনি.......?

মাননীয় প্রধান বিচারপতি এসকে সিনহার নিয়োগের ব্যাপারে আমরা যারা ইতিবাচক ছিলাম, তারা খুব মর্মাহত হচ্ছি। কারণ, সেদিন উনার নিয়োগের ব্যাপারে নেতিবাচক জনমত সৃষ্টির অপচেষ্টা করা সাম্প্রদায়িক শক্তির চাওয়াই আজ পূরণ হচ্ছে উনার দ্বারা, আর আশ্চর্যজনকভাবে উপেক্ষিত হচ্ছি আমরা, যারা সেদিন উনাকে সমর্থন করে গিয়েছিলাম।

নির্বাহী বিভাগ আর আইন বিভাগের সাথে বিচার বিভাগের সাম্প্রতিক বিমাতাসুলভ আচরণকে আমলে নিয়ে সমন্বয়ের অতীত ইতিহাসের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে দায়িত্বশীলদের অতিসত্বর আপ্রাণ সচেষ্ট হওয়া প্রয়োজন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গের সাথে সমন্বয়হীনতা একটি বিশাল অশনিসংকেত, এই দূরত্ব সৃষ্টির পেছনের সম্ভাব্যসব সম্পৃক্ততা খতিয়ে দেখে সমাধানে আসা অতীব জরুরি।

রায় বাতিলের প্রতিক্রিয়ায় কোনধরণের রাজনৈতিক পদক্ষেপ না নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতিকে উৎসাহিত করায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগকে বিশেষ ধন্যবাদ। রাজনৈতিক সংস্কৃতি এভাবে এগোলে বলা যায়, নাগালেই রয়েছে আমাদের স্বপ্নের উন্নত দেশ, বাংলাদেশ।

আমরা বিচার বিভাগের কণ্ঠে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির ঔদ্ধত্যপূর্ণ উচ্চারণগুলির প্রতিধ্বনি শুনতে চাইনা। মহান সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ে অপ্রাসঙ্গিক নানা বিষয়ের অবতারণার ফলে এক প্রতিষ্ঠান দ্বারা অন্য প্রতিষ্ঠানকে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এটির ইতি দেখতে চাই। দেখতে চাই, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর অপূর্ব সমন্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।

আবু ইউনুস
ইসলামিক স্টাডিজ বিভাগ,
বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। ক্যাম্পাসটাইমসের-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

 

এমএসএল