বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপচেষ্টা দু-একদিনের নয়


আবু ইউনুস | Published: 2017-08-12 06:58:09 BdST | Updated: 2024-04-27 19:23:53 BdST

স্বাধীন বাংলাদেশ থেকে দেশটির জন্মদাতা বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপচেষ্টা দু-একদিনের নয়, বহুদিনের। শুরুটা পঁচাত্তরে সপরিবারে হত্যার মধ্য দিয়ে।
কিন্তু মৃত বঙ্গবন্ধু যে জীবিত বঙ্গবন্ধুর চেয়ে কম শক্তিশালী নয়, ঘাতকদের কাছে সেটি দৃশ্যমান হতে খুব বেশি সময় লাগেনি। এবার শুরু হলো নতুন ষড়যন্ত্র, বাঙালির মনের সিংহাসন থেকে পিতাকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র। পঁচাত্তর থেকে এরশাদ আসা পর্যন্ত বঙ্গবন্ধুর নাম মুখে আনাটা ছিল মহাপাপ। জিয়াই তখন সব...

এরপর এরশাদ...
শুরু হলো, ভয়ংকর এক খেলা। বাঙালির হৃদয় দখল করে রাখা বঙ্গবন্ধুর নাম একদিন নবপ্রজন্মের হৃদয়-মনও দখল করে নিবে- বিষয়টি আঁচ করতে পেরেই চক্রান্তকারীরা নতুন কৌশলের আশ্রয় নেয়। শুরু করে প্রজন্মকে বিভ্রান্ত করতে ঘাতক জিয়াকে বঙ্গবন্ধুর সমপর্যায়ে তুলে আনার অপচেষ্টা।

কোথাও বঙ্গবন্ধুর নামে কিছু করা হলে পাশাপাশি জিয়ার নামেও কিছু একটা করার প্রবণতা শুরু হয়। এই যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল নির্মাণ করা হয়েছিল জিয়ার নামে হল করার বৈধতার ঢালস্বরূপ। মুহসীন হল কর্তৃপক্ষ একবার বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর ঘাতক জিয়ার পাশাপাশি দুটি দেয়ালচিত্র অঙ্কন করে। এটিও ছিল জিয়াকে বঙ্গবন্ধুর সমপর্যায়ে তুলে এনে প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা।

এভাবে নানা স্থাপনা, ইতিহাস ও অন্যান্যতেও খুনী জিয়াকে বঙ্গবন্ধুর সমকক্ষ করার অপচেষ্টা করা হয়েছে। এটুকুই নয় শুধু, এই সময়ে অনেক অনেকবার বঙ্গবন্ধুর চেয়েও স্বৈরশাসক জিয়াকে বড় করে প্রজন্মের কাছে উত্থাপনের অপচেষ্টা হয়েছে। বছরখানেক পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনাতেও এমন অপচেষ্টা হয়েছে। সবশেষে প্রজন্মকে বিভ্রান্ত করার এই খেলায় যোগ দিয়েছেন স্বয়ং প্রধান বিচারপতি।

এভাবে যুগ যুগ ধরে বঙ্গবন্ধুকে বিস্মৃত, কিংবা জিয়ার সমপর্যায়ের প্রমাণের জন্যে এই অপশক্তি ওঁৎ পেত ছিল। কখনোসখনো বঙ্গবন্ধুর দল ক্ষমতায় থাকাকালীনও ষড়যন্ত্রকারীরা ফাঁদ সৃষ্টি করে স্বার্থসিদ্ধি করে নেয়। এভাবেই প্রতিনিয়ত চলছে প্রজন্মকে বিভ্রান্ত করার নিত্যনতুন ষড়যন্ত্র।

তবুও আশার বাণী, যতবার এমন অপচেষ্টা হয়েছে, ততবারই কেউনাকেউ শিরদাঁড়া টেনে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদই স্বপ্ন দেখায়, একদিন এই টুকরোটুকরো প্রতিবাদই ষড়যন্ত্রের সব খেলার উদ্দেশ্যকে চিরতরে নস্যাৎ করে দিবে। প্রজন্মের সবটুকু জুড়ে স্থান করে নিবে টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে জাতির পিতার আসন দখল করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান।

আবু ইউনুস
ইসলামিক স্টাডিজ বিভাগ,
বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। ক্যাম্পাসটাইমসের-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)