যা নিয়ন্ত্রণের বাইরে, তা থেকে সরে আসো, তুমি হার মানবে না: সুগা ও জিমিন


Dhaka | Published: 2020-06-15 17:15:30 BdST | Updated: 2024-09-29 04:51:27 BdST

যা নিয়ন্ত্রণের বাইরে, তা থেকে সরে আসো: সুগা

ইদানীং মনে হয়, আমি যেন কোনো একটা রেসের মাঠে মুখ থুবড়ে পড়ে গেছি। ধুলোবালি ঝেড়ে আবার উঠে দাঁড়াই, কিন্তু আশপাশে আমার সঙ্গে কাউকে খুঁজে পাই না। যেন আমি কোনো জনশূন্য দ্বীপে আটকে আছি। তোমরা হয়তো এমন সমাবর্তনের কথা কোনো দিন কল্পনাও করোনি। নতুন একটা দিনের শুরু হয়তো অনেক দূরের ব্যাপার মনে হচ্ছে। কিন্তু আমি তোমাদের বলতে চাই: ভয় পেয়ে না, দুশ্চিন্তা কোরো না।

শেষ আর শুরু, শুরু আর শেষ—একে অপরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে; যা তোমার নিয়ন্ত্রণের বাইরে, তা থেকে সরে আসো। যা তুমি বদলাতে পারবে, নিজেকে সেখানে জড়াও। জীবনে চলার পথে এমন অনেক পরিস্থিতি আসবে, যা আমাদের হাতে থাকবে না। তখন আমরা শুধু পারব নিজেকে নিয়ন্ত্রণ করতে। তাই তখন নিজেকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে হবে বদলের দিকে।

তুমি হার মানবে না: জিমিন

আশা করি, সবাই ভালো আছো। যদি তোমার কোথাও একটুও খারাপ লাগা থেকে থাকে, তাহলে তোমার জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্তল থেকে থাকল ভালোবাসা ও সমবেদনা। বর্তমান বিশ্বের পরিস্থিতিকে সুগা একটা জনশূন্য দ্বীপের সঙ্গে তুলনা করল। আশা করব, এই অবস্থাতেও তুমি হার মানবে না। মনে রাখবে, আর কেউ না থাকলেও কোরিয়ার সিউল শহরে অন্তত একজন আছে, যে তোমাকে বোঝে, অনুভব করে। আমরা একেকজন এখন একেক দেশে, একেক পরিবেশে ও ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আছি। কিন্তু এই মুহূর্তে আমি চাইব আমরা একে অপরের পিঠ চাপড়ে দিয়ে বলি, ‘ইটস ওকে।’

ইউটিউব আয়োজিত ‘ডিয়ার ক্লাস অব ২০২০’ নামের বিশেষ ভার্চ্যুয়াল আয়োজনে অংশ নিয়েছে কে-পপ ব্যান্ড বিটিএস। পুরো বিশ্বে আলোড়ন তোলা এই দক্ষিণ কোরীয় গানের দলের সদস্যরা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন বর্তমান সময়ে তাঁদের মনের অবস্থা ও নিজেদের সমাবর্তনের স্মৃতি। ৮ জুন ‘ইউটিউব অরিজিনালস’ চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হয়।