'আবাসনের নিশ্চয়তা না দিয়ে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থী-স্বার্থ বিরোধী'


Dhaka | Published: 2020-12-12 03:08:33 BdST | Updated: 2024-05-03 21:50:14 BdST

করোনায় আটকে থাকা অনার্স ও মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ২৬ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়সূচি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ থেকে জানতে পারবেন।

তবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও শিক্ষার্থীরা 'কোথায় থাকবেন' এরকম অনিশ্চয়তার মধ্যে পরেছেন। অনেকেই হল খুলে দেয়ার দাবি জানিয়েছেন। আবার অনেকে এর সুষ্ঠু সমাধান কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস সাদ্দাম হোসেন লিখেছেন, "আবাসনের নিশ্চয়তা না দিয়ে শিক্ষার্থীদের চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত একতরফা, শিক্ষার্থী-স্বার্থ বিরোধী এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যহীন। সেশনজট নিরসনকল্পে এবং বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রেক্ষিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জরুরি। কিন্তু শিক্ষার্থীদের অধিকার-সুযোগ-ন্যায়ানুগ ব্যবস্থাকে প্রাধান্য না দিয়ে, মাসের মাঝখানে ১৬ দিনের নোটিশে, বাড়ি ভাড়া পাওয়ার ব্যবস্থা-আর্থিক সংস্থান কিভাবে হবে সে বিষয় না ভেবে, মেয়েরা কোথায়-কিভাবে থাকবে সে বিষয়ে দৃষ্টিপাত না করে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার যুক্তিসঙ্গত কারণ নেই।"

তিনি লিখেছেন, "অবশ্যই হলে আবাসনের নিশ্চয়তা রেখে, পর্যাপ্ত স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যাতে ৪৩ তম বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পায় সে জন্য আবেদন করার সময় শিক্ষার্থীদের পরীক্ষা-সূচীর সাথে সামঞ্জস্যপূর্ণ করে নেয়াও প্রয়োজন।"