
দশ লক্ষাধিক রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও তাদের খাদ্য ও বাসস্থান নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কারণে তিনি নোবেল পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আনন্দ উদযাপন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
সংক্ষিপ্ত সমাবেশে আমিনুল ইসলাম বুলবুল বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বাংলাদেশের নাগরিকদের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করায় নোবেল কমিটির উচিত তাকে শান্তিতে নোবেল পদক দিয়ে সম্মানিত করা।