'বিসিএসটা অামি পেয়ে গেছি , মা-বাবা শুনছো'


কে এম জাকির | Published: 2017-10-18 02:40:06 BdST | Updated: 2024-05-11 20:48:11 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন বন্ধুরা। হঠাৎ খবর এলো বিসিএসের ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল দেখার জন্য মেসেজ পাঠালেন। কিছুক্ষণ পর চলে আসল স্বপ্নের সংবাদটি। তারা কয়েকজন বিসিএস পুলিশ এবং অন্যান্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। ফল দেখে আনন্দ আত্মহারা হয়ে পরলেন বন্ধুরা। সঙ্গে সঙ্গে বাবা মাকে ফোন দিয়ে কেঁদে দিলেন। এ যেন একজন অবুঝ শিশুর কান্না। এ কান্না অনেক কষ্টের পর পাওয়া আনন্দের কান্না। স্বপ্নকে হাতে পাওয়ার কান্না। অন্যদিকে ব্যর্থ হয়েও কেঁদেছেন কয়েকজন। তাদেরকে শান্তনা দিচ্ছিলেন বন্ধুরা। তাদের আনন্দ অশ্রু এবং কষ্টের কান্না দেখে আশপাশে থাকা অন্যান্য শিক্ষার্থীদের চোখেও চলে এসছে জল। এ দৃশ্য থেকে নিজেকে গড়া ও স্বপ্ন ছোঁয়ার শপথ আরো পাকাপোক্ত করে সদ্য অনার্স- মাস্টার্স শেষ করা শিক্ষার্থীরা আবারো ঢুকে পড়লেন লাইব্রেরিতে। পড়ালেখায় আবারো বুদ হয়ে পড়লেন তারা।

বিশ্ববিদ্যালয়ের কাছের এক বড় ভাই ৩৬তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সকালে দেখতাম, চিড়া খেয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে যেতো। দুপুরে ডাকসু না হয় লাইব্রেরির সামনে লাঞ্চ করতেন। ২০১৪ সাল থেকে বিসিএসের জন্য পড়েই যাচ্ছিলেন। কোন উপায় হচ্ছিল না। বাবা-মা অনেক কষ্ট করে তার জন্য কিছু টাকা পাঠাতেন।বাবা মার কষ্ট যেন তার সহ্য হচ্ছিলনা। তার মুখে হাসি দেখার সুভাগ্য আমার হয়নি। গ্রামের বাড়িতে গেলে অনেকেই জিজ্ঞাসা করত, কি চাকরি কর? তাই বাড়িতে যান নি তেমন। তিনি যখন লাইব্রেরিতে ঢুকতেন আমি তার দিকে তাকায় থাকতাম, আর ভাবতাম কতইনা কষ্ট করছেন ভাইটি। আজ যখন বিসিএসের ফলাফল দিল, আমার সামনেই তার বাবাকে কল দিয়ে কেঁদে দিলেন। প্রথমবারের মত তার মুখে আনন্দ অশ্রু জড়িত হাসি দেখতে পেলাম। 'চাকরিটা আমি পেয়ে গেছি বাবা শুনছো?'' হয়তো এভাবেই বলতে চেয়েছিলেন, লজ্জায় পারেন নি। এ আবেগ বর্ণনায় বুঝানো সম্ভবনা। 

৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের কথা জানানো হয়। ৩৬তম বিসিএসে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

ছবিটি সংগৃহীত 

এমএসএল