আমি প্রধানমন্ত্রীর সাথে মুসাফাহা করিনি: আল্লামা শফী


টাইমস অনলাইনঃ | Published: 2018-12-08 07:30:23 BdST | Updated: 2024-07-08 03:17:20 BdST

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, সেদিন আমি প্রধানমন্ত্রীর সাথে মুসাফাহা (করমর্দন) করিনি। যারা বলে যে আমি প্রধানমন্ত্রীর সাথে মুসাফাহা করেছি তাদের উদ্দেশ্য ভিন্ন। আমার নামে বদনাম করা হচ্ছে।

আজ ৭ ডিসেম্বর জুমাবার বাদ মাগরীব হাটহাজারীতে আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আল্লামা শফী বলেন, আপনারা দেখেছেন আমি মাথায় কাপড় দিয়ে বসে ছিলাম। প্রধানমন্ত্রী প্রথমে আমার কাছে এসেছেন আমি দেখিনি। পরে আরেকজন আবার নিয়ে আসছেন। প্রধানমন্ত্রী আমাকে সালাম দিয়েছে আমি হাতটা একটু বের করে ইশারা করেছি ওদিকে বসার জন্য তখন তাঁর সাথে আমার হাত একটু লেগে যায়।

যেসকল মানুষ বলে যে, আমি প্রধানমন্ত্রীর সাথে মুসাফাহা করেছি তাদের বলি, এটাকে মুসাফাহা বলে না। আর অনেক আলেমরাও বলতেছে। তারা কিতাব পড়ায় কিন্তু মাসয়ালা জানে না। মুসাফাহার সংজ্ঞা তারা জানে না।

তিনি আরো বলেন, অনেকে বলে কওমী সনদের সরকারি স্বীকৃতির দরকার নাই। আমি বলবো, তোমাদের স্বীকৃতি দরকার না হলে নিও না। সরকারি স্বীকৃতি নিয়ে যদি অপরাধ হয় তাহলে রাস্তাঘাট ব্যাবহার করিও না কারণ এগুলাও তো সরকারি। তোমরা সরকারি কোনো অনুদান গ্রহণ করিও না। তারপর এসে আমাদের একথা বলিও।

তাফসীরুল কুরআন মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মাওলানা শেখ আহমদ, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান ও মাওলানা ইসমাঈল খান প্রমুখ।