আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ ৩০ জন আহত


টাইমস অনলাইনঃ | Published: 2018-12-11 10:36:51 BdST | Updated: 2024-07-08 03:44:03 BdST

সারাদেশে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লায় পৃথক স্থানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ প্রতীক বরাদ্দের পর এসব ঘটনা ঘটে। এসব সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।

কুমিল্লা সদর আসনে বিএনপি দলীয় প্রার্থীর সমর্থনে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর মুরাদপুর এলাকা অতিক্রমের সময় আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জাবেদ (১৬) নামে একজনকে কুপিয়ে আহত করা হয়। এসময় আহত হয়েছেন আরো ৪জন। ৫টি দোকান ভাঙচুর করা হয়। এদিকে পৃথক আরেকটি ঘটনায় সায়মন সানি ও মোখলেছুর রহমান নামে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চকবাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন জানান, দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলে শুনেছি, এর বেশি কিছু জানা নেই।

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চক শিয়ালকোল, সারটিয়া ও ধুকুরিয়া এলাকায় এসব সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাইকোর্টের রায়ে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে চক শিয়ালকোল এলজিইডি মোড়ে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম চার্লি, বিএনপির কর্মী শফিকুল ইসলাম, রেজাউল কামরুল পান্নাসহ নয়জন আহত হন।

এছাড়াও উত্তর সারটিয়ায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে আওয়ামী লীগ কর্মীরা তাতে বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অপরদিকে, ধুকুরিয়ায় বিএনপির নেতাকর্মীরা মিছিল করার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুকে মারপিট করে আহত করে বলে অভিযোগ পাওয়া যায়।

শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর-ই আলম বিকেলে চক শিয়ালকোল এলাকায় মিছিল বের করলে বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আহত হন বিএনপির সাত/আটজন নেতাকর্মী। সংঘর্ষের বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত চার/পাঁচজন নেতাকর্মী আহত হন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, শিয়ালকোলে বেশ কিছু স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতা জিব্রাইলের বাড়িঘর ভাংচুর করাসহ সয়দাবাদে এক বিএনপি নেতাকে মারপিট করেছে আওয়ামী লীগের লোকজন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, সংঘর্ষ সম্পর্কে আমি কোনো তথ্য পাইনি।

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ফটিকছড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্মপুর ও নানুপুর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন মো. আজম, শফিউল আজম, জামাল ও রাশেদুল কুদ্দুস। আহতরা ফটিকছড়ির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী ও আওয়ামী লীগ নেতা আবু তৈয়বের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের বিষয়টি স্বীকার করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। বিস্তারিত খবর নিচ্ছি। এ বিষয়ে জানতে নাজিম উদ্দিন মুহুরী ও আবু তৈয়বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

বিএনপির নির্বাচনী মিছিলে ছাত্রলীগের ধাওয়া

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী মিছিলে ধাওয়া করেছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জীবননগর উপজেলা শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে সোমবার সন্ধ্যায় যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের চার রাস্তার মোড়ে পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে ধাওয়া করে। এ সময় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম দাবি করেন, তাদের শান্তিপূর্ণ নির্বাচনী মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে। এতে যুবদলের সোহাগ, বাবু ও সোহেল নামে তিন কর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈসার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ধানের শীষের নির্বাচনী মিছিলে একটু ধাওয়ার ঘটনা ঘটেছে, কোনো সংঘর্ষ হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বেশ কয়েকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।