অনলাইনে ক্লাস নেবে স্টামফোর্ড ইউনিভার্সিটি


Dhaka | Published: 2020-03-17 05:31:49 BdST | Updated: 2024-05-18 19:08:14 BdST

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে ক্লাসের জন্য স্ব স্ব বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। এছাড়া ফাইনাল পরীক্ষা যথাসময়ে শুরু হবে।’