প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্তত ১ সেমিস্টারের টিউশন ফি মওকুফ করা হোক


Dhaka | Published: 2020-05-04 03:00:03 BdST | Updated: 2024-05-18 07:11:08 BdST

অতন্দ্র বাংলাদেশ'র কেন্দ্রীয় কমিটির সভাপতি জুলিয়াস সিজার তালুকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ এপ্রিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ যৌক্তিক দাবি জানান। সম্প্রতি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাশ কার্যক্রম ও পরীক্ষা অব্যাহত রাখার বিষয়ে ইউজিসি অনুমতি দিলে তিনি এ বিষয়ে নিন্দা প্রকাশ করে সংবাদ মাধ্যমকে বলেন যে, ইউজিসি শিক্ষার বিষয়ে দ্বৈতনীতি গ্রহণ করেছে।

যা নিন্দনীয়৷ শিক্ষার্থীদের অনলাইনে ক্লাশ ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আছে কিনা তা বিবেচনা না করেই শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা না করেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মূল উপাদান তার শিক্ষার্থী। এদেরকে উপেক্ষা করে একাডেমিক কর্মসূচি চালানোর সিদ্ধান্ত শিক্ষার্থীদের অধিকার বিরুদ্ধ।

তার উপর আবার মড়ার উপর খড়ার ঘা। যেখানে সারাদেশের জীবনযাত্রা করোনার প্রভাবে ব্যাহত সে শিক্ষার্থীদের সেমিস্টার ফিসহ অন্যান্য ফি দিতে হবে৷ যা অমানবিক৷ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই মধ্যবিত্ত পরিবারের সন্তান৷ তাদের কথা ইউজিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপেক্ষা করতে পারে না৷

অতন্দ্র বাংলাদেশ থেকে আমরা জোড় দাবি জানাচ্ছি যেন অন্তত ১ সেমিস্টারের ফি মওকুফ করা হয় ।