গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটিতে ১ মাস বন্ধ থাকছে নজরুল বিশ্ববিদ্যালয়


Desk report | Published: 2024-06-10 17:06:35 BdST | Updated: 2024-06-23 09:38:53 BdST

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ জুন (রোববার) থেকে আগামী ৪ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত প্রায় ১ মাস বন্ধ থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।

এছাড়াও ছুটির পরে ৫ ও ৬ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুলাই থেকে যথানিয়মে চলবে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। তবে ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীগণ এবং জরুরি সার্ভিসের আওতায় কর্মরত কর্মীবৃন্দ যথারীতি দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে রেজিস্ট্রার দপ্তর ও একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও অফিসসমূহ গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৭ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ২৮ ও ২৯ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ৩০ জুন থেকে চলবে সকল দাপ্তরিক ও অফিস কার্যক্রম।

এদিকে প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সিদ্ধান্ত মোতাবেক ছুটি উপলক্ষে আগামী ৩০ জুন (রোববার) ভোর ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত অগ্নিবীণা হল, দোলনচাঁপা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধ থাকবে। এরপর রোববার সকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে৷