জানালার গ্রিল চুরি করে বিক্রি করতে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা


CU Correspondent | Published: 2024-06-21 14:17:28 BdST | Updated: 2024-06-28 06:07:15 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের জানালার গ্রিল চুরি করে ধরা পড়েছেন এক ছাত্রলীগ নেতা। পরে মুচলেকা দিয়ে এমন কাজ ভবিষ্যতে না করার শর্তে তাকে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

গ্রিল চুরির পর বিক্রির উদ্দেশ্যে বের হলে গতকাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ জুয়েল। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সহ-সম্পাদক এবং উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, জানালার গ্রিল পরিত্যক্ত হোক আর যাই হোক, একজন শিক্ষার্থী কখনোই বিশ্ববিদ্যালয়ের সম্পদ বাইরে নিয়ে যেতে পারে না। ছেলেটি ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবে না বলে অঙ্গীকার করেছে। আমরা মুচলেকা নিয়ে ছেলেটিকে ছেড়ে দিয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় থেকে মালামাল চুরির ঘটনা নতুন নয়। কর্তৃপক্ষের অগোচরে লোহা, রড, বিদ্যুতের তার এবং গাছসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা প্রায়ই ঘটে থাকে। জুন মাসের শুরুতে সোহরাওয়ার্দী হল থেকে সমাজবিজ্ঞান অনুষদ যাওয়ার পথের রাস্তার বিদ্যুতের তার চুরি হয়। এতে রাস্তা অন্ধকার হওয়ায় দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও স্থানীয়রা। বছর দুয়েক আগে অতীশ দীপঙ্কর হল থেকে ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। সর্বশেষ গত ১৫ জুন রাতে শাহজালাল হল থেকে ট্রাকে পুরাতন লোহা-গ্রিল সরানোর অভিযোগও উঠেছে।