জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নতুন তিন সদস্য


Desk report | Published: 2024-06-11 19:50:20 BdST | Updated: 2024-06-23 09:33:35 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ৩ জনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

মনোনীতরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১৭(১) (জ) ও (২) ধারা অনুযায়ী অ্যাকাডেমিক কাউন্সিলের ৬৩তম সভার ৭ নং সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী দুই বছরের জন্য তাদের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

 

এ মনোনয়ন ১০ জুন থেকে কার্যকর হওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়