বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার (৩ জুন) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের টিভি রুমে এ দিবস পালিত হয়।
'করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা' এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার সহ-সভাপতি অধ্যাপক সাবরিনা নাজ বলেন, পরিবেশ অত্যন্ত শুষ্ক, বাতাসে আর্দ্রতা কম। অন্তত একটি করে হলেও আমাদের গাছ লাগানো উচিত। এছাড়া পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন ব্যাবহারে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক হাসনা হেনা বলেন, যত্রতত্র প্লাস্টিক ফেলে পরিবেশের ক্ষতি না করে রিসাইকেল করা উচিত। আমরা বেশি বেশি বৃক্ষরোপন করব এবং পরিবেশ দূষণ রোধ করে পৃথিবীকে রক্ষায় এগিয়ে আসব।