'পথচলা ফাউন্ডেশনের' উদ্যগে শীতবস্ত্র বিতরণ


মোসাব্বির হোসাইন | Published: 2018-01-14 16:36:07 BdST | Updated: 2024-10-13 21:44:05 BdST

সাম্প্রতিক সময়ে যশোরে সর্বনিম্ন তাপমাত্রার কারনে স্থবির হয়ে পড়ে যশোরের অসহায়, দুস্থ মানুষের জীবনযাত্রা।সবচেয়ে বেশী ভোগান্তির শিকার হয় রেলস্টেশন ও বস্তিতে দিনাতিপাত করা আশ্রয়হীন নারী-শিশু এবং বৃদ্ধরা।

তারই প্রেক্ষিতে " পথচলা ফাউন্ডেশন" এর উদ্যোগে শনিবার (১৩ জানুয়ারী) যশোর ধর্মতলা রেললাইন সংলগ্ন বস্তি এবং রেলস্টেশনের ছিন্নমূল শিশু, নারী এবং বৃদ্ধদের মাঝে কম্বল,গরম কাপড়,চাদর ও আনুষঙ্গিক বস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হাসিবুর রহমান হাসিব, সহ-সভাপতি আলীনুর রহমান রানা, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল মন্ডল জয়, অর্থ সম্পাদক শাহজাদ জাহান দিহান, সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ইশরাত জাহান।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম, খালিদ,মুহাইমিনুল, আবু বকর, ফারহানা।

উল্লেখ্য,ফাউন্ডেশনটি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ এবং স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের একঝাক উদ্যমী তরুণের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত।

সংগঠনটির সহ-সভাপতি আলিনুর রহমান রানা ক্যাম্পাস টাইমসকে জানান,"বিভিন্ন প্রতিকূল পরিবেশে ও বিভিন্ন সময়ে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে গরীব-দুঃখীদের আমাদের সর্বোচ্চ পরিমান সাহায্য সহযোগীতা করার চেঠ্বা করি, আমরা আমাদের কাজের এ ধারা বজায় রাখার চেঠ্বা করব এবং কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করব।"

সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় শিশুদের পাশে দাড়ানো, ঈদ বস্ত্র, শীত বস্ত্র, বিতরন সহ নানাবিধ জণকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে, যার কারনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে কুড়িয়েছে বিশেষ সুনাম।

এমএন/ ১৪ জানুয়ারি ২০১৮