শাবিপ্রবি উপাচার্যের কার্যালয়সহ একাডেমিক ভবনে তালা


Desk report | Published: 2022-01-18 02:54:07 BdST | Updated: 2024-04-18 18:59:18 BdST

Lআন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের কার্যালয়, প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপাচার্য কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এরপর একে একে একাডেমিক ভবনগুলোতেও তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ১টার দিকে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানায়, বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে অবস্থানকালে রোববার বিনা উস্কানিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এসময় লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের শিকার হন শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি বেশি।

তারা জানান, কোনো শিক্ষার্থীই এ উপাচার্যের দায়িত্বে থাকাকালে ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না। তাই উদ্ভূত পরিস্থিতিতে শাবিপ্রবি শিক্ষার্থীরা হামলার মূল মদদদাতা উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের অবিলম্বে পদত্যাগ দাবি করে তাকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। একইসঙ্গে শিক্ষার্থীরা বেলা ১২টার মধ্যে প্রশাসনের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেন।