৫ ঘণ্টা পরপর নতুন মেয়ে লাগতো ভণ্ড রাম রহিমের!


ইন্ডিয়া টাইমস | Published: 2017-09-17 06:52:30 BdST | Updated: 2025-05-24 07:43:51 BdST

ভণ্ড, প্রতারক রাম রহিম সিং এর নতুন নতুন ঘটনা উন্মোচিত হচ্ছে। এই প্রতারকের বিকৃত যৌন লালসার বিষয়ে নিত্য নতুন ঘটনা ডেরা থেকে বের হয়ে আসছে। তার যৌন লালসা এত ছিল যে ৫ থেকে ৬ ঘণ্টা পরপর নতুন নতুন মেয়ে লাগতো।

আর এ কথা বের হয়ে এসেছে রামের ডেরার এক সাধ্বীর কাছ থেকে। তিনি ওই ডেরায় ৩০ বছর ছিলেন।

বিজ্ঞাপন

ইন্ডিয়া টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে হরিয়ানায় সিরসার ডেরার ওই সাধ্বী এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন।

ওই সাধ্বী আরও দাবি করেছেন, ‘ভণ্ড বাবা’ ডেরায় থাকা কমপক্ষে ২ হাজার নারীকে ধর্ষণ করেছেন। রাম রহিমের এই অপকর্মের কথা অনেক মেয়েই তাদের মা-বাবাকে জানিয়েছিলেন। কিন্তু রাম রহিমের ওপর অন্ধ বিশ্বাসের কারণে নিজের মেয়েদের কথা বিশ্বাস করতেন না মা-বাবারা।

গত ২৫ আগস্ট দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে করা দুটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। এরপর নেয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে। এতে রাম রহিমের সমর্থকেরা পঞ্চকুলা এলাকায় তাণ্ডব শুরু করেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ৩১ জন নিহত ও ২৫০ জন আহত হন। পরে গত ২৮ আগস্ট রাম রহিমকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত।

এদিকে শনিবার (১৬ সেপ্টেম্বর) ওই প্রতারকের বিরুদ্ধে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও সাবেক ডেরা ব্যবস্থাপক রণজিৎ সিং হত্যা মামলার শুনানি হয়েছে।

বিজ্ঞাপন

 

এমএসএল