ঢাবিতে প্রথম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন শুরু


টাইমস প্রতিবেদক | Published: 2018-08-01 17:18:39 BdST | Updated: 2024-07-01 08:18:24 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আগামী ২৬ আগস্ট (রোববার) রাত ১২টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুক্রবার, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শুক্রবার, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর শুক্রবার, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর শনিবার এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে (সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী) টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট।

‘গ’ ও ‘চ’ ইউনিটে প্রবেশপত্র ডাউনলোড করার সময় ৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, এবং ‘ঘ’ ইউনিটের ১০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

‘ক’ ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৭৫০, ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮, ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০, ‘ঘ’ ইউনিটে এক হাজার ৬১৫ ও ‘চ’ ইউনিটে ১৩৫। সর্বমোট আসন সাত হাজার ১২৮।

এমএন/ ০১ আগস্ট ২০১৮