চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে ইরফান নামে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে নগরীর ২নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরফান চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ২ নম্বর গেইট এলাকা পার হওয়ার সময় এক ছেলে কাটা পড়ে। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা কিশোরকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।